BY- Aajtak Bangla

BY- Aajtak Bangla

9 JAN, 2025

গত পরশু বা আগামী পরশু, বলুন তো এই পরশুদিনের ইংরেজি কী?

আমরা প্রায় সকলেই জানি যে আজ- বোঝাতে ইংরেজিতে Today লেখা হয়।

বাংলায় গতকাল-কে ইংরেজিতে Yestarday লেখা হয়।

আর আগামীকালকে ইংরেজিতে বলে Tomorrow।

তবে, আপনি কি জানেন যে পরশুদিনকে ইংরেজিতে কী বলে?

না জানলে জেনে নিন নিন।

আমরা পরশুদিন বা আগামী পরশুদিন বা গত পরশুদিন বলে বা লিখে থাকি।

জেনে নিন এই পরশুদিন-এর ইংরেজি কী হবে?

গত ‘পরশুদিন'-কে Day before yesterday বলা হয়।

 আর আগামী ‘পরশুদিন'-কে Day after tommorrow বলা হয়।