BY- Aajtak Bangla

মটমট করে আঙুল ফোটাচ্ছেন? কী হবে জানুন

4 August, 2024

আঙুল ভাঁজ করে মটমট শব্দ করা অনেকেরই নিত্য অভ্যাস। যাঁরা এমন ভাবে আঙুল মুড়িয়ে শব্দ করেন, তাঁদের স্বস্তি হলেও অনেকেই এই বিষয়টিকে আলস্যের প্রকাশ ভাবেন।

কেউ আবার এই শব্দ শুনলেই বিরক্ত হয়ে ওঠেন। অনেকেরই ধারণা, আঙুল ফাটানোর ফলে পরবর্তী কালে বাতের সমস্যা হওয়ারও আশঙ্কা রয়েছে। 

কিন্তু আঙুল ফাটানো কি আদৌ ভাল না খারাপ? শব্দ হওয়ার নেপথ্যেই বা কী কারণ?

আঙুলের অস্থিসন্ধিতে কিছু বাড়তি জায়গা থাকে। ওই স্থানটিতে তরল পদার্থ জমা হয়। আঙুল ফাটানোর সময়ে অস্থির ফাঁক বেড়ে যায়।

এর ফলে বুদ্বুদ সৃষ্টি হয়। সেটা বেরিয়ে যাওয়াতেই সে শব্দটা সৃষ্টি হয়। 

এর ফলে বুদ্বুদ সৃষ্টি হয়। সেটা বেরিয়ে যাওয়াতেই সে শব্দটা সৃষ্টি হয়। 

সম্ভবত এই ফাঁকা জায়গাটি ভরাট হওয়ার সময়েই মটমট শব্দ হয়। 

ফলে এই মটমট শব্দের মধ্যে হাড় ক্ষয়ে যাওয়া কিংবা অন্য কোনও শারীরিক অসুস্থতার ইঙ্গিত নেই।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ডান হাতের মাঝের আঙুলে লোহার আংটি পরা উচিত।

তামার আংটি ধারণ করলে নানা রূপ সুফল পাওয়া যায়। তামার আংটি ধারণের আঙুল হল অনামিকা।হাতের পাঁচটি আঙুলের মধ্যে অনামিকা হল সূর্যের আঙুল। তাই এই আঙুলেই তামার আংটি ধারণ করতে হয়।