18 JANUARY 2025

BY- Aajtak Bangla

BRA- এর বাংলা আর ফুল ফর্ম কী? উত্তর দিতে মাথা চুলকোবেন যে কেউ

ব্রায়ের ব্যবহার সকলেই করেন। কিন্তু ব্রা নিয়ে অনেক তথ্য মেয়েদেরই অজানা।

শুধু মেয়েরাই নয়, ছেলেদেরও এগুলি জেনে রাখা উচিত।

এখন নেটমাধ্যমে সার্চবারে ব্রা এর পুরো নাম আর এর বাংলা কী সেটির সার্চ সবথেকে বেশি।

নেটমাধ্যমে আবার নেটাগরিকরা নিজেদের মতো করে উত্তরও দিয়েছেন।

তবে সঠিক উত্তরটি অনেকেই দিতে ব্যর্থ।

অনেক বাংলা বিশারদেরা ব্রা-র বাংলা বলতে অন্তর্বাস বলবেন। যদিও এটি সঠিক উত্তর নয়।

অন্তর্বাস কাপড়ের ভিতর পরা যে কোনও পোশাককে বোঝায় তা ব্রা, প্যান্টি, জাঙ্গিয়া, গেঞ্জি সবই অন্তর্বাস।

ব্রা-এর সঠিক বাংলা অর্থ হল বক্ষবন্ধনী। যা মহিলাদের অন্তর্বাস, স্তনকে সঠিক স্থানে রাখে। ব্রা-কে কাঁচুলিও বলা হয়।

ব্রা শব্দটি এসেছে ফরাসি শব্দ Brassiere থেকে। 

ব্রা-এর পুরো নাম হল Breast Resting Area, অর্থাৎ স্তন বিশ্রামের এলাকা।