16th February, 2025
BY- Aajtak Bangla
মিটিং-মিছিলে বা অন্য কোনও সমাবেশে বামপন্থীদের মুখে এই কমরেড শব্দটি শুনে থাকবেন।
এটা একমাত্র বাম সমর্থক বা লাল মনোভাবাপন্ন কর্মীদের মুখেই সাধারণত শোনা যায়।
অন্য কোনও রাজনৈতিক দল এই শব্দটি ব্যবহার করেন না।
বাম সমর্থকরা একে-অপরকে কমরেড বলেই সম্বোধন করে থাকেন। এই কথাটা অনেক সময়ই অনেক জায়গায় শুনে থাকবেন। ।
কিন্তু এই কমরেড শব্দটির মানে কী জানেন? অনেকে এই শব্দটির সঙ্গে পরিচিত থাকলেও এই শব্দটির আসল অর্থ অনেকের কাছেই অজানা। ।
কমরেড শব্দের অর্থ হল বন্ধু, সহযাত্রী বা একই পথের পথিক।
কমরেড শব্দটি এসেছে ফরাসি শব্দ Camarade থেকে। যার অর্থ একই কামারার বন্ধু।
ল্যাটিন ভাষায় camera অর্থ কামরা বা ঘর। ফরাসি বিপ্লবের সময় (১৭৮৯-১৭৯৯) শব্দটি জনপ্রিয় হয় ওঠে।
পরবর্তীকালে কমিউনিজম আন্দোলনে সতীর্থ রাজনৈতিককে সম্মোধন করতে শব্দটি ব্যবহৃত হয়। সেটাই ক্রমে কমরেড হয়ে গিয়েছে।