26 APRIL 2025
BY- Aajtak Bangla
১ টাকা, ২ টাকার লজেন্স খেতে খেতে স্কুল থেকে বাড়ি ফেরার দিনগুলো মনে পড়ে?
ট্রামে-বাসে বসে এখনও তো কত লজেন্স চুষছেন। কিন্তু কোথা থেকে এল এই শব্দ? তা জানা আছে কি?
ছোট থেকে কতই না লজেন্স খেয়েছেন। কোনওদিন ভেবে দেখেছেন কোথা থেকে এল এই শব্দ?
ছোটবেলায় দাদু, ঠাকুমারা কিন্তু লজেন্সকে অন্য ভাষায় ডাকতেন। কী সেটা? মনে না থাকলে জেনে নিন।
লজেন্স শব্দটি এসেছি ইংরেজি শব্দ Lozenge থেকে এসেছে। তবে বাংলায় তা হয়ে গেছে Logense।
ক্য়ান্ডির একটি ব্র্যান্ডও আছে যার নাম Logense।
লজেন্সের বাংলা অর্থ নেই। তবে লজেন্সকে বাংলায় লবঞ্চুস, লজেনচুস, লজেনও বলেন অনেকে।
তবে বাংলায় লবঞ্চুস সবথেকে প্রচলিত শব্দ।