6 JUNE, 2024
BY- Aajtak Bangla
আজকাল মোবাইল সবাই ব্যবহার করেন। কথাবার্তা, নেট সার্চ ও যোগাযোগের অন্যতম এবং গুরুত্বপূর্ণ মাধ্যম মোবাইল।
কিন্তু আপনি কি জানেন মোবাইলের বাংলা মানে কী?
আমরা তো সকলে 'Mobile' বলে থাকি। এটা বলেই সহজে বোঝানো যায়।
কিন্তু এই 'Mobile' শব্দটি আদতে তো ইংরেজি শব্দ।
এর বাংলা অর্থ তেমন ভাবে ব্যবহার করা হয় না। অনেকেই এর বাংলা মানে জানেন না।
সাধারণত 'Mobile' শব্দটি ইংরেজি অর্থ হচ্ছে ভ্রাম্যমান কিংবা চলমান। মোবাইল ভ্যান শব্দটি শুনে থাকি। অর্থাৎ চলন্ত বা ভ্রাম্যমান গাড়ি।
কিন্তু 'Mobile' শব্দের আক্ষরিক বাংলা অনুবাদ হচ্ছে মুঠোফোন।
তবে এই শব্দটি সম্পর্কে তেমন কেউ পরিচিত নন।
আসলে Mobile-র সঠিক বাংলা হচ্ছে 'চলভাষ'।