11 DECEMBER, 2024
BY- Aajtak Bangla
সাধারণ জ্ঞান যার যত বেশি তার কদর তত বেশি। যে যত জানে, সম্মান পায় বেশি।
অনেক সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির ইন্টারভিউতে এমন কিছু প্রশ্ন থাকে যা সচরাচর কেউ ভেবে দেখে না।
তেমনই একটি হল পেট্রোল ও ডিজেলের বাংলা।
আচ্ছা আচ্ছা শিক্ষিত লোক এর উত্তর দিতে পারবেন না।
জানলে আপনিও অবার হবেন।
পেট্রোল এবং ডিজেল মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে। নয়তো জীবন অচল।
যারা জানেন না, তাজের পেট্রোল বা ডিজেলের বাংলা অর্থ কী জেনে রাখা জরুরি।
পেট্রোলকে বাংলায় শিলাতৈল বলা হয়। চলতি ভাষায় জ্বালানি, তেল, পরিশোধিত পেট্রোলিয়াম।
ডিজেলকেও বাংলায় ধ্রুবস্বর্ণও বলা হয়। গুগল ও সোশ্য়াল মিডিয়া থেকে বাংলায় পেট্রোল এবং ডিজেলের অর্থ এগুলিই মিলেছে।