23 MAY 2025
BY- Aajtak Bangla
রোজের শ্যাম্পু করছেন, অথচ ভেবে দেখেছেন এর বাংলা কখনও বলেননি। অনেকে জানেননই না শ্যাম্পুকে বাংলায় কী বলে।
শ্যাম্পু করে চুল পরিষ্কার রাখা উচিত। চুলই মানুষের সম্পদ।
চুলের ময়লা ধুতে, তেলাভাব, খুশকি দূর করতে এবং অন্যান্য দূষিত পদার্থ চুল থেকে দূর করতে চুল শ্যাম্পু দিয়ে দূর হয়।
শ্যাম্পু করলে চুলের অবাঞ্ছিত ময়লা তৈরি হতে বাধা দেয়। যাই হোক এত তো শ্যাম্পু ব্যবহার করছেন, কিন্তু জানেন কি শ্যাম্পুর বাংলা অর্থ কী?
তথ্য অনুযায়ী, ১৭৬২ সালের দিকে হিন্দি শব্দ চাম্পু থেকে ইংরেজি শ্যাম্পু শব্দটির উৎপত্তি ঘটে। এই শব্দটির উৎপত্তি সংস্কৃত ভাষা থেকে। হিন্দিতে যেমন তেলের ম্যাসাজকে চাম্পি বলা হয়।
এরপর ধীরে ধীরে চুল পরিষ্কার করার নাম শ্যাম্পু হয়ে যায়।
বাংলায় Shampo-কে মাথা ধোয়ার ডিটার্জেন্ট বা সাবান যুক্ত তরল পদার্থ বা কেশ পরিমার্জক বলা হয়।
তবে এগুলি খুব একটা প্রচলিত শব্দ নয়। গ্রাম থেকে শহর সব জায়গায় শ্যাম্পুই বলা হয়।