10 April, 2025

BY- Aajtak Bangla

সংসার সুখের হয় রমণীর গুণে... তারপর? পুরো কথাটা কী?

সংসার সুখের হয় রমণীর গুণে... এমন কথা অনেকেই বলেন। কিন্তু এটা অর্ধ সত্য।

'সংসার সুখের হয় রমণীর গুণে...' অর্থাৎ দাম্পত্য সুখ থাকে স্ত্রীর গুণে।

রমণীর গুণ বলতে, রান্নাবান্না থেকে শুরু করে তাঁর চারিত্রিক সততাকে বোঝানো হয়েছে।

অনেকেই ভাবেন আজকের দিনে এই কথাটা কতটা সঠিক? কারণ দাম্পত্য তো একা নারীর দায়িত্ব হতে পারে না। 

আসলে 'সংসার সুখের হয় রমণীর গুণে...'- এই কথাটাই অর্ধেক বলা হয়। জেনে নিন পুরোটা কী?

পুরো কথাটা হল- 'সংসার সুখের হয় রমণীর গুণে ,গুণবান পতি যদি থাকে তাঁর সনে'।

এবার থেকে পুরো বাক্যটাই ব্যবহার করুন। অন্যরা ভুল করলে শুধরে দিন।

স্বামী ও স্ত্রী দাম্পত্যের দুই চাকা। দুটি চাকা গড়ালেই সুখী হয় সংসার।  

স্বামীকেও গুণবান হতে লাগে। তাঁকে স্ত্রীকে সম্মান করতে হয়। সংসারের ভালো-মন্দ দেখতে হয়।

যে পুরুষের চারিত্রিক দৃঢ়তা নেই, তিনি কিন্তু ভালো স্বামী হতে পারেন না।