2nd November, 2024
BY- Aajtak Bangla
দৈনন্দিন জীবনে আমরা অনেক শব্দ ব্যবহার করি যেগুলো আসলে বাংলা নয় কিন্তু আমরা বাংলা ভাষার মতোই ব্যবহার করি।
আমাদের এই বাংলা ভাষার মধ্যেই এমন অনেক ভাষা ঢুকে গিয়েছে যা আসলে ভিনদেশি।
এমনই কিছু শব্দ টেবিল, চেয়ার। অনেকেই হয়তো জানেন চেয়ারের বাংলা কেদারা। কিন্তু টেবিলের বাংলা হয়তো জানেন না।
প্রায় প্রতিটি বাড়িতেই ছোট-বড় বিভিন্ন আকারের টেবিল দেখতে পাওয়া যায়।
বিভিন্ন কাজে টেবিলকে কাজে লাগানো হয়। আর এই জিনিসটার বাংলাই আমরা জানি না।
টেবিলের বাংলা বলতে গেলে অনেকেই হোঁচট খাবেন। কারণ টেবিলের বাংলা জানেন না তারা।
টেবিলের বাংলা মেজ। তবে এটিও খাঁটি বাংলা শব্দ নয়।
ভিনদেশী ভাষা থেকেই এর আগমন। এছাড়া টেবিলকে চৌপায়াও বলা হয়।
বর্তমানে টেবিলের প্রতিশব্দ আর ব্যবহার হয় না বললেই চলে। তাই মেজ শব্দটি ধীরে ধীরে মুছে গিয়েছে স্মৃতি থেকেও।