টমেটোর বাংলা কী? আচ্ছা আচ্ছা শিক্ষিত লোকও জানেন না

BY- Aajtak Bangla

18 April 2025

টমেটোর একটি খুব মজাদার বাংলা নাম আছে। সেটা অনেকেই ভুলে গিয়েছেন।

খুব মজাদার

টমেটো ভারতবর্ষে এসেছে দক্ষিণ আমেরিকা থেকে। ১৬শ শতকে পর্তুগিজরা প্রথম এই সবজি ভারতে নিয়ে আসে।

পর্তুগিজরা আনেন

শুরুর দিকে টমেটোকে বিষাক্ত ভেবে খাওয়া হত না। তবে ধীরে ধীরে এর জনপ্রিয়তা বাড়ে।

বিষাক্ত ভাবা হত

আকৃতিতে ছোট ও গোল হওয়ায় এটি বেগুনের সঙ্গে কিছুটা মিল খুঁজে পায় মানুষ। সেখান থেকেই 'বেগুন' নামের সংযোগ।

বেগুনের সঙ্গে মিল

আজ টমেটো ছাড়া রান্না কল্পনাই করা যায় না। টক, মিষ্টি, ঝাল – সব ধরনের পদেই টমেটো অপরিহার্য।

অপরিহার্য

ভিটামিন সি, পটাশিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ টমেটো স্বাস্থ্যকর সবজির তালিকায় একেবারে উপরের দিকে।

খুব উপকারী

অনেকেই ভাবেন, টমেটো সবজি। কিন্তু আসলে এটি একটি ফল।  

এটি একটি ফল

টমেটোর আদি নাম ছিল 'পমডোরো', যার অর্থ 'সোনালী আপেল'। ইউরোপে প্রথম এই নামেই পরিচিত ছিল।

'সোনালী আপেল'

বাংলার কিছু অঞ্চলে এখনও টমেটোকে 'বিলিতি বেগুন' বলেই ডাকা হয়।  

'বিলিতি বেগুন'