8 September, 2024

BY- Aajtak Bangla

চেয়ারের বাংলা কী? সঠিক উত্তরটি বাঘা বাঘা পণ্ডিতরাও জানেন না 

আমাদের রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে চেয়ার।

বাড়ি হোক বা অফিস, চেয়ার ছাড়া চলে না।

চেয়ার ছাড়া আমাদের জীবন ভাবাই যায় না।

বাজারে নানা রকমের চেয়ার পাওয়া যায়।

তবে জানেন তো, চেয়ার কিন্তু বাংলা শব্দ নয়। ইংরেজি শব্দ।

 চেয়ারকে বাংলায় কী বলে? তা অনেক উচ্চ শিক্ষিতরাও জানেন না।

আমরা সকলেই চলতি কথায় চেয়ার-ই বলি।

তবে চেয়ারের বাংলা হল কেদারা।

পর্তুগিজ শব্দ কাদেইরা থেকে কেদারা শব্দটি এসেছে।