30th September, 2024

BY- Aajtak Bangla

ফুটবলকে বাংলায় কী বলে? শিক্ষিতদের চোখ কপালে উঠবে

বাঙালি আর ফুটবলের মধ্যে এক আত্মার টান রয়েছে।  

ফুটবল দেখতে ভালোবাসেন না এমন বাঙালির সংখ্যা খুবই কম।

ইস্টবেঙ্গল-মোহনবাগানের খেলা থাকলে তো মানুষের উন্মাদন হয় দেখার মতো।

ফুটবলের সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। 

অন্য রাজ্য বা দেশের কাছে বাঙালি মানেই মাছ, রসগোল্লা আর ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা।

তাহলে শিখে নিন ছাতুর সরবত কীভাবে বানাবেন সেই বিশেষ মশলাটি দিয়ে।

সেই ফুটবলকে বাংলায় কী বলা হয় সেটা অনেকেই জানেন না।

উপকরণ গুঁড়ো দুধ, বেকিং সোডা, চিনি, এলাচ, ঘি।

ফুটবলকে সকলেই এই একটি নামেই ডেকে থাকে। তার যে কোনও বাংলা রয়েছে অনেকেই জানেন না।

তবে ভাষাবিদদের মতে, ফুটবলই বাংলা। বাংলা ভাষায় বিদেশী শব্দের ক্যাটাগরিতে পড়ে এটা। ফুটবলের কোন তদ্ভব রূপ নেই।

তবে ফুটবলকে আপনি যদি ফুট ও বলের বাংংলা করেন তাহলে অর্থ দাঁড়ায় পদগোলক বা এমন কিছু।