29 March, 2025
BY- Aajtak Bangla
সন্তান মানুষ করা শারীরিক ও মানসিক ঝক্কির। তাই সময় থাকতে পরিকল্পনা করা উচিত।
অনেকেই জানতে চান, মা হওয়ার বয়স কোনটা, যাতে সন্তান হয় হৃষ্টপুষ্ট।
ডাক্তার তানিয়া যিনি সোশ্যাল মিডিয়ায় ডঃ কিউটেরাস নামে খ্যাত। তিনি উত্তর দিলেন, 'বেশি বয়সে কি সন্তান নেওয়া যায়?'
ডক্টর কিউটেরাসের মতে,'মহিলারা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়েই জন্মান। শরীরে নতুন করে তৈরি হয় না'।
'পুরুষদের মতো মেয়েদের কোনও কারখানা নেই। পুরুষদের রোজ শুক্রাণু তৈরি হয়।'
'নারীদের ক্ষেত্রে উচ্চমানের ডিম্বাণুগুলি প্রাকৃতিকভাবে আগে বের হয়।'। ফলে কম বয়সে ডিম্বাণুর গুণগতমান বেশি।
কিউটেরাস বলেন,'গর্ভবতী হওয়ার সঠিক বয়স ২০ থেকে ৩০।' তার বেশি হলে কী হবে?
ডাক্তার তানিয়া জানালেন,'৩৫ বছরের বেশি বয়সী কোনও গর্ভবতী মহিলাকে বৃদ্ধা মা বলে ডাকি।'
'৩৫ বছরের আগে মা হোন।' পরামর্শ দিয়েছেন ডক্টর কিউটেরাস।
ডক্টর কিউটেরাসের পরামর্শ,'গর্ভবতী হতে গড়ে ৬ মাস সময় লাগে। তাই বেশি বয়সে পরিকল্পনা করলে আগে ডাক্তারের সঙ্গে শলা করে নিন।'