BY- Aajtak Bangla

প্রথমবার মা হওয়ার জন্য সঠিক বয়স কোনটা? জানালেন ডাক্তার নিজেই

16th November, 2024

একটা সময় পর্যন্ত মনে করা হত, মেয়েদের ২০ বছরের মধ্যেই প্রথমবার সন্তানধারণ করা উচিত।

কিন্তু এখন সময় অনেকটা বদলে গিয়েছে। মেয়েরা প্রতিষ্ঠিত হওয়ার পরই বিয়ে করছেন আর তারপর দু-তিনবছর পর মা হচ্ছেন।

চিকিৎসকরা মনে করছেন, ২০ বছর নয়, বরং আরও একটু দেরি করে মা হওয়াই নিরাপদ। সেটা যেমন মায়ের জন্য ভালো, তেমনই সন্তানের জন্যও নিরাপদ।

তবে ডাক্তাররা এও বলছেন যে খুব বেশি দেরি করাও উচিত নয়। কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েদের জননক্ষমতা কমে যেতে থাকে এবং গর্ভকালীন নানা জটিলতার সম্ভাবনাও বেড়ে যায়।

তাহলে ঠিক কোন বয়সটি সঠিক মেয়েদের প্রথমবার মা হওয়ার জন্য?

ডাক্তারদের মতে, ৩০ পেরোনোর আগেই প্রথমবার গর্ভধারণ করা উচিত।

৩০ পেরিয়ে গেলে প্রজনন ক্ষমতা ৫০ শতাংশ কমে যায় এবং বয়স ৩৫ অতিক্রম করলে এই হার কমে যায় আরও ৩০ শতাংশ।

তবে একটি সন্তান জন্ম নেওয়ার পরে এই ঝুঁকি কমে যায়।

চিকিৎসকদের বক্তব্য, ২৫ থেকে ৩০ বছর বয়সের মধ্যেই মেয়েদের প্রথমবার মা হওয়ার জন্য আদর্শ সময়। আগে বা পরে হলেই বিপদের ভয়।