BY- Aajtak Bangla
31st January, 2025
চুল পড়া, অকালপক্বতার সমস্যায় ভুগছেন বেশির ভাগই। সেই সঙ্গে রুক্ষ ও শুষ্ক চুল, ডগা ফাটার সমস্যা তো রয়েছেই।
এর একটা বড় কারণ হল সঠিক সময়ে চুল ট্রিম না করানো।
আসলে মেয়েদের মতো ছেলেরাও বুঝতে পারেন না ঠিক কতদিন অন্তর চুল কাটানো উচিত।
চুল পড়া যদি বন্ধ করতে হয় এবং চুলের স্বাস্থ্য ভাল রাখতে হয়, তা হলে নির্দিষ্ট সময় অন্তর চুল কাটানো খুব জরুরি।
তাই জেনে নিন ছেলেরা কতদিন অন্তর চুল কাটবেন।
খুব ছোট চুলের ক্ষেত্রে ২ থেকে ৪ সপ্তাহ অন্তরই চুল ছাঁটালেই হবে।
চুলের দৈর্ঘ্য মাঝারি হলে ৪ থেকে ৬ সপ্তাহ অন্তর চুল কাটালে ভাল। এতে চুলের বৃদ্ধি হবে।
যে ছেলেদের চুল একটু লম্বা, কাঁধ-ছাপানো, তাঁরা ৬ থেকে ৮ সপ্তাহ অন্তর চুল কাটালে চুলের ঘনত্ব বাড়বে।
এছাড়াও শ্যাম্পু, স্পা, নিয়মিত চুলে তেল দেওয়া এগুলি করলেও চুল খুব ভাল থাকে।