BY- Aajtak Bangla

সেজেগুজে রোজ রোজ সেলফি! তাদের চরিত্র কেমন হয়? 

3rd June, 2024

সেলফি তোলার প্রবণতা অনেকের খুব বেশি থাকে। এতটাই বেশি থাকে যে, কথায় কথায় তারা সেলফি তোলে।

মাছের ডিমের বড়া ভাজা, সেই বড়ার ঝোল, ঝাল খাওয়ার চল রয়েছে। তবে মাছের ডিমের বড়া সবাই ফুলো ফুলো করতে পারেন না। 

তবে তারা যে শুধু শুধু সেলফি তোলার জন্য তোলে এমনটা নয়। বরং এর মাধ্যমে তাদের চরিত্রের বেশ কয়েকটা দিক সামনে আসে।

মনোবিদদের মতে,এই প্রবণতা তাদেরই বেশি থাকে যাদের আত্মবিশ্বাস কম। যারা মনে করে, ছবি তুলে অন্যদের প্রভাবিত করা যেতে পারে।

নিজে আত্মবিশ্বাসী, ভালো কালচার রয়েছে এটা প্রমাণ করার জন্যও অনেকে সেলফি তোলেন। 

অনেকে আবার সেজেগুজে রোজ রোজ সেলফি তোলেন। মনোবিদদের মতে, এর থেকে প্রমাণিত হয় সেই ছেলে বা মেয়ে নিজেকে প্রমাণ করতে চান সমাজের চোখে। 

তবে রোজ রোজ সেলফি তুললে আত্মসম্মান বাড়ে না বরং কমে যায়। এমনটাই মত মনোবিদদের। 

শুধু মানসিক নয়, সেল্ফি শরীরের জন্যও ক্ষতিকারক। ঘন ঘন সেলফি তোলার স্বভাবের জেরে অসাড় হয়ে যেতে পারে আঙুল। পরবর্তী কালে অস্ত্রোপচারেরও প্রয়োজন হতে পারে।

সেলফির যে রে বা আলো তা স্কিনের জন্য মোটেও ভালো নয়। এতে মুখে বলিরেখা পড়ে। 

মনোবিদদের মতে, সেলফি তারা বেশি তোলে যারা নিজেদের সম্পর্কে বাড়তি কথা বেশি বলতে চায়। যে মানুষ নিজে যেমন তেমনটা নিয়েই খুশি সে কখনও ঘন ঘন সেলফি তোলে না।