10 JUNE 2025

BY- Aajtak Bangla

চন্দ্রবিন্দু তো জানেন, এই '৺' চিহ্নটিকে কী বলে? উত্তর দিতে অনেকেই হোঁচট খাবেন

'৺' ও 'ঁ' এই দুটি চিহ্নই বাংলা শব্দে ব্যবহার হয়। কিন্তু দুটির অর্থ আলাদা। অনেকেরই তা অজানা।

অনেক বাঙালিদেরই দুটি চিহ্নের তফাৎ অজানা। তফাৎ জানলেও অনেকে দুটি চিহ্নের সঠিক নাম জানেন না, ব্যবহার জানেন না।

জেনে নিন কখন, কোন চিহ্নটি ব্যবহার করবেন।

আমরা সকলেই বর্ণপরিচয়ে  'ঁ' অর্থাৎ চন্দ্রবিন্দু পড়েছি। চাঁদ, পাঁচ, বাঁক, বাঁশ ইত্যাদি শব্দে যখন নাকের উচ্চারণ হয় তখন চন্দ্রবিন্দু ব্যবহার হয়।

'' এই চিহ্নের নামটা জানেন কি? কোথায় বসে এই চিহ্ন?

বাংলায় এই '৺' চিহ্নটির অর্থ হল ঈশ্বর। স্বর্গীয় ব্যক্তি  নামের ওপর বা পবিত্র স্থানের ওপরে এই '৺' চিহ্নটির ব্যবহার হয়।

হিন্দুদের নামের ক্ষেত্রেই এটির ব্যবহার হয়। এতে নাকের উচ্চারণ হয় না।

এই দুটি চিহ্নের নাম চলন্তিকায় ব্যবহারের বিষয়ে লেখা আছে।