12 March, 2025

BY- Aajtak Bangla

দোলযাত্রা ও হোলির ফারাক কী? শিক্ষিতরাও জানেন না ইতিহাসটা

দোলযাত্রা এবং হোলি কি এক? শুভেচ্ছা জানাতে গিয়ে গুলিয়ে ফেলেন অনেকেই। 

রঙের উৎসব হলেও দোলযাত্রা ও হোলি আলাদা। অনেকেই জানেন না। তাহলে জেনে নিন কেন আলাদা?

দোল ও হোলি আলাদা হলেও তাঁর ভরকেন্দ্রে কিন্তু নারায়ণ। সেই রহস্যই জানুন।

দোলযাত্রা হল প্রেমের উদযাপন। রাধা ও কৃষ্ণের ভালোবাসায় ডুব দেওয়া।

বাংলায় দোলের দিন শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি। নবদ্বীপ-মায়াপুর, কৃষ্ণনগরে উদযাপিত হয় দোল পূর্ণিমা। 

ফাল্গ‌ুন পূর্ণিমার রাতের পরদিন দোল পালন করা হয়। এই দিনই রাধার গালে রঙের ছোঁয়া দিয়েছিলেন কৃষ্ণ। করেছিলেন প্রেম নিবেদন।

অধর্মের উপর ধর্মের বিজয় হল হোলি। ভক্তের পাশে দাঁড়িয়ে শ্রী বিষ্ণু শাস্তি দেন দুর্বৃত্তকে। 

বিষ্ণুভক্ত প্রহ্লাদকে মারতে চেয়েছিলেন হিরণ্যকশিপুর। দায়িত্ব পড়ল বোন হোলিকার উপর। সেই হোলিকা খাঁক হলেন। বেঁচে গেলেন প্রহ্লাদ।

হিরণ্যকশিপুরকে বধ করলেন বিষ্ণুর অবতার নৃসিংহ। অশুভ শক্তির উপর শুভর বিজয় হল হোলি।

রাধার দুধে-আলতা গায়ের রং দেখে বেশ রেগে যান কৃষ্ণ। মা যশোদার পরামর্শে রাধাকে রঙে রাঙিয়ে দিয়েছিলেন নন্দলাল।

রাধার দুধে-আলতা গায়ের রং দেখে বেশ রেগে যান কৃষ্ণ। মা যশোদার পরামর্শে রাধাকে রঙে রাঙিয়ে দিয়েছিলেন নন্দলাল।