18 March 2024
BY- Aajtak Bangla
আপনি খাবেন কি? আপনি কী কী খেলেন? পরপর লেখা দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি চোখে পড়ল?
নিশ্চয় বুঝে গেছেন যে একটা বাক্যে কি লেখা হয়েছে, আরেকটা বাক্যে কী লেখা হয়েছে।
অনেকে বড় লেখাতেও এই পার্থক্য নিশ্চয় চোখে পড়েছে আপনাদের।
তবে কখনও কি ভেবে দেখেছেন এই কি আর কী-এর মধ্যে পার্থক্য কী?
সমোচ্চারিত শব্দ হওয়ায় প্রায়শই লেখা ও পড়ার সময় শব্দদ্বয়ের বানান ও অর্থ নিয়ে অসুবিধা সৃষ্টি হয়।
দুটি শব্দই প্রশ্নবোধক বা বিস্ময়সূচক বাক্যে ব্যবহৃত হয়। তবে ব্যবহারের নিয়ম হবে উত্তরের জন্য।
যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না-তে দেওয়া যায় সেক্ষেত্রে হবে ‘কি’। যেমন তুমি কি খাবে?
আর যেসব প্রশ্নের উত্তর বিবরণ দিতে হয় সেক্ষেত্রে হবে ‘কী’। তুমি কী খাবে?
কি-এর উত্তরে ক্রিয়াবিশেষণ এবং কী-এর উত্তরে বিশেষ্য বা সর্বনাম পদ পাওয়া যায়।