28 FEBRUARY 2025

BY- Aajtak Bangla

কোনটাকে 'Rate' কাকে 'Price' বলবেন?পার্থক্যটা বুঝে নিন

অনেকে অনেক ক্ষেত্রে ভুল শব্দ চয়ন করেন। তার জন্য যেখানে সেখানে হাসির পাত্র হতে হয়।

এমন অনেক শব্দ আছে যার মানে একরকম হলেও প্রয়োগের সময় ভিন্নভাবে ব্যবহার হয়।

ঠিক এমনই একটি শব্দ Rate এবং Price। দু'টি শব্দের ব্যবহারে বিস্তর ফারাক। 

তাই কখন, কোন শব্দটা ব্যবহার করতে হবে জেনে রাখুন।

ইংরেজিতে কোনটাকে Rate আর কোনটাকে Price বলে অনেকেরই অজানা। এই দু'টি শব্দ একই রকম শুনতে লাগে। কিন্তু আদতে শব্দ দুটি আলাদা। দু'টি শব্দ Rate আর Price-এর মানে আলাদা। তাই দুটোকে এক করবেন না।

Rate কথার অর্থ হল দর। Price মানে মূল্য বা দাম। একে অপরের সঙ্গে সম্পর্কিত, তবে মানে আলাদা। 

Rate দুটো ভিন্ন পরিমাণের মধ্যে তুলনা করার প্রক্রিয়া। এতে দু'টি বস্তুর পার্থক্য মাপা হয়। তারপর সেটা অনুপাত হিসেবে প্রকাশ করা হয়। 

আর্থিক বিশেষজ্ঞরা, মুদ্রাস্ফীতির রেট, ইন্টারেস্ট রেট। এর মানে হল, নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ও পরিষেবার মূল্যবৃদ্ধির শতাংশের পরিবর্তন। নির্দিষ্ট সময়ে যে সুদ দেওয়া হবে সেটাই।

কোনও জিনিসের দাম কত জিজ্ঞেস করতে কত Price শব্দটি ব্যবহার করা হয়।