21 FEBRUARY 2025
BY- Aajtak Bangla
অনেক বাংলা শব্দের অর্থ আ-কার, ই-কারে বদলে গেলে অর্থ বদলে যায়।
ঠিক এমন একটি শব্দ 'মরা' এবং 'মড়া'। অনেকেই জানেন না এই শব্দ দুটি কখন, কোন সময়ে ব্যবহৃত হয়।
তাই জেনে নিন কোন সময়ে মরা শব্দটি ব্যবহার করবেন আর কোন সময়ে মড়া। এটি জেনে রাখা জরুরি।
সাধারণ মানুষের অনেকেই জানেন না মরা ও মড়া কথার অর্থ কী।
বিষয় হল, মড়া শব্দটির অর্থ হল লাশ বা মৃতদেহ। রাস্তার ধারে মড়া পড়ে আছে, মড়া পচে দুর্গন্ধ বেরোচ্ছে তখন মড়া শব্দটি ব্যবহার করতে হয়।
আবার মরা শব্দটি ব্যবহার হয়- কোনও ব্যক্তি মারা গেলে। মরার সময় কেউ পাশে ছিল না এই অর্থে।
সুতরাং, এই হল মরা ও মড়ার মধ্যে পার্থক্য? এবার থেকে শব্দটি প্রয়োগের আগে মাথায় রাখুন কোন র বসাতে হবে।