5th November, 2024
BY- Aajtak Bangla
লুচি প্রিয় বাঙালি। বাঙালিদের রবিবার হলেই লুচি মাস্ট।
আর লুচির সঙ্গে ছোলার ডাল, সাদা আলুর তরকারি, কষা মাংস হলেই জমে যায়।
ময়দার তৈরি ছোট ছোট ফুলকো লুচির স্বাদ অনবদ্য।
ছাঁকা তেলে ভাজা লুচি অস্বাস্থ্যকর হলেও লুচির লোভ থেকে কেউই বের হতে পারেন না।
লুচি খেতে তো সবাই ভালোবাসেন কিন্তু লুচিকে ইংরাজিতে কী বলা হয় তা জানা আছে।
অনেকেই ফুলকো লুচিকে ইংরাজিতে কী বলে জানেন না।
তাহলে জেনে নিন লুচির ইংরাজি আসলে কী। জানলে আপনিও অবাক হবেন।
ফুলকো লুচিকে ইংরাজিতে বলে Puffed Flour Flatbread।
সুতরাং লুচিকে ইংরাজিতে বলে Flour Flatbread।