2 September, 2024
BY- Aajtak Bangla
প্রতিদিন এমন কিছু প্রশ্ন মাথায় আসে যার উত্তর অনেকের জানা নেই।
পৃথিবীতে এমন অনেক বাংলা বা ইংরেজি শব্দ আছে যা আপনি জানেন না।
স্নান করে সাধারণত তোয়ালে লাগে। এটা আদতে ইংরেজি। যার উচ্চারণ টাওয়েল (Towel)।
গ্রামাঞ্চলে প্রায় সবাই গামছা ব্যবহার করেন। চাষবাসে তো বটেই, গা মুছতেও লাগে গামছা।
এখন তো গামছা আবার ফ্যাশন স্টেটমেন্ট। কুর্তি, পাঞ্জাবি থেকে জামাও তৈরি হচ্ছে।
কখনও ভেবে দেখেছেন কি গামছার ইংরেজি শব্দ কী?
বাংলার ঐতিহ্য গামছা। এই গামছার ইংরেজি নাম A napkin made by handloom।
গামছার ইংরেজি অনুবাদের বাংলা তর্জমা, তাঁতে তৈরি ন্যাপকিন।
তোয়ালে ও গামছাকে একই রকম বলে মনে করেন অনেকে। দুটি জিনিসের বিরাট পার্থক্য।
তোয়ালে মোটা হয়। মেশিনে তৈরি। গামছা তোয়ালের তুলনায় নরম ও তাঁতে বোনা।