6 September, 2024

BY- Aajtak Bangla

আরজি কর-প্রতিবাদে ভাইরাল স্লোগান 'জিন জিয়াঁ আজাদি'র মানে কী? 

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে উত্তাল গোটা বাংলা।

রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা।

আরজি কর-কাণ্ডে সুবিচার চেয়ে বিভিন্ন স্লোগান এবং গানও ভাইরাল হয়েছে।

এমনই একটি স্লোগান 'জিন জিয়াঁ ও আজাদি'। লেখা হয়েছে চন্দননগরের স্ট্র্যান্ড রোডে।

এই স্লোগানটি কুর্দিশ ভাষায়। সেই সুদূর ইরানের। সেখানে নারী স্বাধীনতার আন্দোলনের জনপ্রিয় স্লোগান।   

হিজাব না থাকায় ইরানে জিনা আমিনির পুলিশ হাজতে মৃত্যুর পর এই স্লোগান জোরদার আকার নিয়েছিল।

জিন জিয়াঁ আজাদির বাংলা অর্থ নারী জীবন এবং স্বাধীনতা।

৪০ বছর ধরে কুর্দিশ নারীরা এই স্লোগানেই নিজেদের অধিকারের লড়াই চালাচ্ছেন।

এই স্লোগান ইরানের গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। আরজি কর-কাণ্ডে একই ।

 আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে। ওই ঘটনায় সুবিচার চেয়ে পথে নেমেছেন মহিলারা।