21 NOVEMBER 2025

BY- Aajtak Bangla

মোচা ইংরেজি কী? খাচ্ছেন অথচ জানেন না অনেকেই

নিরামিষের দিনে মোচা খান, খেতে ভালোওবাসেন এদিকে ইংরেজি জানেন না? তবে জেনে নিন।

মোচার ঘণ্ট হোক, মোচার চপের মতো খাবারগুলি পেলে জিভে জল আসে।

মোচার গুণও অনেক। এতে থাকে ভিটামিন সি, এ, ই, ফাইবার এবং পটাসিয়াম।

মোচা ডায়াবেটিস, রক্তাল্পতা, ডিপ্রেশন, হজম সমস্যা দূর করতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে।

মোচা এত তো খান, তবে একটা জিনিস জানন কি? এর ইংরেজি অর্থ কি? এটি অনেকের কাছেই অজানা।

মোচার ইংরেজি অনেক আচ্ছা আচ্ছা ইংরেজি অর্থ জানেন না। 

মোচাকে চলতি ইংরেজিতে অনেকেই Banana Flower বলে। এটি কিন্তু পুরোপুরি ঠিক নয়।

কলা গাছের ফুল বা মোচার ইংরেজি নাম হল প্লান্টেইন ফ্লাওয়ার (Plantain Flower)।

এবার থেকে দেশে কিংবা বিদেশে যেখানেই যান, ইংরেজি নামটা বলে দেখেন।