01 FEBRUARY 2025
BY- Aajtak Bangla
এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর অনেকেরই জানা নেই। তারা হয়তো ভেবেও দেখেন না।
অনেক জ্ঞানের ভাণ্ডার থাকলেও কিছু প্রশ্নের উত্তর তাদের মগজেও আসে না।
এই যেমন নারকেলের ইংরেজি সকলেই জানেন, তবে ডাবকে ইংরেজিতে কী বলে অধিকাংশ মানুষেরই অজানা। তাই জেনে নিন ডাবকে ইংরেজিতে কী বলে।
গরমে সকলেই ডাব খান। ডাব শরীরকে ঠান্ডা করে। ডিহাইড্রেট রাখে।
নারকেল হল ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে নারকেল হয়। ফলে জল কমে যায়, আর তা থেকে নারকেল হয়ে যায়।
নারকেল হল ডাবের পরিপক্ক রূপ। ডাব পেকে নারকেল হয়। ফলে জল কমে যায়, আর তা থেকে নারকেল হয়ে যায়।
নারকেলের ইংলিশ সকলেই জানেন Coconut। কিন্তু এর ইংরেজি কী?
ডাবকে যতই ডাব বলুন না কেন। এর ইংরেজি জেনে রাখতে হবে।
ডাবের কোনও ইংরেজি নেই তা তো নয়। ডাবের ইংরেজি হল Green Coconut বা গ্রিন কোকোনাট।
যেহেতু এটি কাঁচা তাই ডাবকে Green Coconut বলা হয়।