15th March, 2025
BY- Aajtak Bangla
বাস-ট্রেনের মতোই অটো আমাদের নিত্য যাতায়াতের একটি অঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
খুব অল্প দূরত্বের কোনও জায়গায় যেতে হলে আপনাকে অটো করেই যেতে হবে।
১০ থেকে ১৫ টাকার মধ্যে আপনার বেশ খানিক দুরত্বের পথ অতিক্রম করে ফেলতে পারেন।
উপরন্তু বাসের মতো ভিড় বা চাপাচাপি করে বসতেও হবে না।
অটোতে খুব চার জনের যাত্রী হওয়ায় আপনি আরামে বসে হাওয়া খেতে খেতে যেতে পারেন।
অনেকেই তাই বাসে না গিয়ে অটোতে যাওয়া পছন্দ করেন।
কিন্তু অটোর ফুল ফর্ম কী সেটা কি জানেন? না, অনেকেই এটা জানেন না।
অটোর ফুল ফর্ম হল Automobile। যার শর্ট ফর্ম হল অটো, তিন চাকার যান, যা যাত্রী বহন করে নিয়ে যায় এক জায়গা থেকে আর এক জায়গায়।