23 May, 2025
BY- Aajtak Bangla
প্রতিদিন বহু মানুষ বাসে যাতায়াত করেন। শহরে সস্তায় চলাচলের জন্য বাসের জুড়ি মেলা ভার।
তবে অনেকেই জানেন না, এই বাস, ইংরেজিতে BUS হল সংক্ষিপ্ত রূপ।
বাসের ফুল ফর্ম শিক্ষিতরাও জানেন না। তা BUS-এর ফুল ফর্ম কী?
১৮২০ সাল নাগাদ ইউরোপে বাস চালু হয়েছিল। তখন বাস টানত ঘোড়া।
মোটরচালিত বাসের চাকা গ়ড়ায় ১৮৮২ সালে।
ভারতে প্রথম বাস চলতে শুরু হয় ১৯২৬ সালে মুম্বইতে।
বাস শব্দটি আসলে একটি সংক্ষিপ্ত রূপ। বাস শব্দের পূর্ণরূপ হল omnibus। অমনিবাসের অর্থ কী?
অমনিবাস শব্দটি ল্যাটিন ভাষা থেকে উদ্ভূত। এর অর্থ সকলের জন্য।
ফরাসি ভাষায় একে বলা হত voiture omnibus। অর্থ- সর্বজনীন বাহন।
বাস শব্দটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এর পূর্ণরূপ আর কেউ ব্যবহার করে না।