6th March, 2025

BY- Aajtak Bangla

Bus-এর ফুল ফর্ম কী? রোজই চড়েন অথচ জানেন না

কলকাতা শহর থেকে শুরু করে, এক জেলা থেকে অপর জেলায় যাতায়াতের অন্যতম ভরসা বাস।

নিয়ম অনুযায়ী, বিভিন্ন রুটে বিভিন্ন বাস পরিষেবা থাকে।

দেশের একটা বড় অংশের মানুষ রোজ বাসে যাতায়াত করে থাকেন।

দুরপাল্লার বাসও রয়েছে একাধিক রাজ্যে। আবার শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য রয়েছে বাস।

উইকিপিডিয়া মতে, ১৮২০ সাল নাগাদও বাস পরিষেবা ইউরোপে ছিল। কিন্তু সেটা ছিল ঘোড়ায় টানা বাস।

১৮৮২ সাল থেকে মোটর চালিত বাসের চলাচল শুরু হয়। তারপরে বাস পরিষেবা বিভিন্ন ভাবে উন্নত হতে থাকে।

কিন্তু এই বাস কথাটির ফুল ফর্ম অনেকেরই জানা নেই। আসুন জেনে নেওয়া যাক।

Bus-র ফুল ফর্ম হল Omnibus। যেটার শর্ট ফর্ম হল বাস।

এখন অবশ্য লোকমুখে বাস শব্দটি বেশ প্রচলিত এবং জনপ্রিয়। তাই এর ফুল ফর্ম অনেকেই জানেন না।