8 OCT, 2024
BY- Aajtak Bangla
আজকাল প্রায় সমস্ত কাজেই কম্পিউটারের প্রয়োজন হয়।
আমাদের জীবন অনেক সহজ হয়ে গিয়েছে কম্পিউটার আসার পরে।
কম্পিউটার সিটে বসে আপনি সমস্ত কাজ করতে পারেন অনলাইনে।
সারা বিশ্বের সঙ্গে একটা ক্লিকেই যুক্ত হতে পারেন।
কম্পিউটারে সোশ্যাল মিডিয়া খুলে আমরা অনেক সময় কাটায়।
তবে, কখন কি আপনার মনে এসেছে এই কম্পিউটারের ফুল ফর্ম কী?
আপনার মতো অনেকেই জানেন না Computer এর ফুল ফর্ম।
চলুন আজকে জেনে নিন।
Computer এর ফুল ফর্ম হল-Common Operating Machine Purposely Used for Technological and Educational Research।