9 JANUARY, 2025
BY- Aajtak Bangla
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় ১৯৭৭ সালে জিপিএস প্রযুক্তি আবিষ্কার করে। শুরুতে এর ব্যবহার একেবারেই সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। পরে সাধারন মানুষের ব্যবহারের জন্য এই প্রযুক্তি উন্মুক্ত করে দেয়া হয়।
জিপিএস (GPS) একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। যেকোনো আবহাওয়াতে সময়ের সঙ্গে পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা এর প্রধান কাজ।
মোবাইল ফোনে লাগানো থাকে একটি জিপিএস রিসিভার, GPS ট্রান্সমিটার কিন্তু থাকে না।
এখন এই রিসিভার চেষ্টা করে বেশি বেশি করে স্যাটালাইট এর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে এবং বেশি বেশি সিগন্যাল রিসিভ করতে।
এখন যে কোনও অচেনা জায়গায় যেতে হলে, এই জিপিএস-ই ভরসা।
তবে অনেক ক্ষেত্রেই, জিপিএস ভুল তথ্য দেয়। তাই সতর্ক হওয়াও প্রয়োজন।
জিপিএস-এর পুরো নাম, গ্লোবাল পজিশনিং সিস্টেম।
আমরা সবাই কম বেশি এই প্রযুক্তি ব্যবহার করলেও, এর পুরো নাম জানি না।