8 April, 2025

BY- Aajtak Bangla

v

LOVE-এর ফুল ফর্ম কী? অনেকেই এটা জানে না

'সখী ভালোবাসা কারে কয়। সে কি কেবলই যাতনাময়...' , সেই কবে বলে গিয়েছেন বিশ্বকবি। 

কবির যুগ ছেড়ে এখন ভালোবাসা অনেক বেশি সাবলীল। সহজেই বলে ফেলা যায় মনের কথা। 

আর মনের কথা ঠোঁটে আসে তিনটি শব্দে- I Love You।

আচ্ছা এই 'LOVE' শব্দের ফুল ফর্ম কী?

জানেন না তো বাংলায় ভালোবাসা ও ইংরেজির 'LOVE' শব্দের আসল মানে!

ব্যকরণগতভাবে LOVE-র কোনও সংক্ষিপ্ত রূপ নয়। ফলে এর ফুল ফর্ম নেই। কিন্তু লোকমুখে একটা ফুল ফর্ম আছে।

লোকমুখে LOVE-র ফুল ফর্ম হল - Life's Only Valuable Emotion।

Life's Only Valuable Emotion- যার বাংলা তর্জমা হল- জীবনের সবচেয়ে মূল্যবান আবেগ।

ভালোবাসা এক নিখাদ আবেগ। যাতনা আছে জেনেও মানুষ ভালোবেসে ফেলেন।

তাই কবি বলে গিয়েছেন, 'তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার জনমে জনমে, যুগে যুগে অনিবার'