05 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

POLICE-এর ফুল ফর্ম কী? ৯৯% মানুষই জানেন না

ছোটবেলা থেকেই সবাই পুলিশ শব্দটি সম্বন্ধে অবগত। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলে বড় হয়ে 'পুলিশ' হবে।

প্রতিদিন চোখের সামনে ট্রাফিক পুলিশ, পুলিশ সার্জেন্ট, আইপিএস, আইএফএশদের দেখছেন।

তবে জানেন কি পুলিশেরও একটি ফুল ফর্ম আছে। এমনি এমনি পুলিশের নাম পুলিশ হয়নি।

৯৯ শতাংশ মানুষেরই জানা নেই POLICE-এর ফুল ফর্ম থাকতে পারে। 

রাজ্য বা রাষ্ট্রের সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখতে, আইন ও শৃঙ্খলা মানতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমাজের রাজ্যে রাজ্য পুলিশ, কনস্টেবল, সাব ইন্সপেক্টরের মতো পদগুলির জন্য নিয়োগ করা হয়।

অনেকেই জানেন না পুলিশের ফুলফর্ম কী? তাই জেনে নিন। এই তথ্য জানা জরুরি।

POLICE-এর ফুলফর্ম হল, Public Officer for Legal Investigations and Criminal Emergencies।

বাংলাতেও এর অর্থ আছে। বাংলায় পুলিশকে ‘আইনি তদন্ত এবং ফৌজদারি আপৎকালীন পরিস্থিতির জন্য পাবলিক অফিসার’ বলা হয়।