10 May, 2025

BY- Aajtak Bangla

Rickshaw-র ফুল ফর্ম কী? অধিকাংশ বাঙালিই জানেন না

শহর, গ্রাম প্রতিটি অঞ্চলেই রিকশা অত্যন্ত জনপ্রিয় একটি যান।

বাড়ি থেকে বেশি দূর নয়, অথচ তা হাঁটাপথেও যেতে পারবেন না, তখনই মাথায় আসে এই রিকশার কথা।

বাংলার সব জেলা, বাংলাদেশ, লখনউ, মুম্বই, গুজরাত সহ একাধিক শহরে এই রিকশা চলে।

রিকশার বিস্তৃতি মূলত এশীয় ও পূর্ব-এশীয় দেশগুলোতে বেশি লক্ষ্য করা যায়।

চাল কুমড়োতে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকায় এটি পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে।

এই শহরে সাইকেল কিকশা ছাড়াও হাতে টানা রিকশাও দেখতে পাওয়া যায়।

এখন অবশ্য রিকশাকে যন্ত্রচালিত করে দেওয়া হয়েছে। এতে খুব অল্প সময়েই অনেকটা দূর যাওয়া যায়।

কিন্তু জানেন কী রিকশার ফুল ফর্ম কী? অনকেই এই তথ্য জানেন না।

বাংলা রিকশা শব্দটি এসেছে জাপানী জিন্ রিকিশা থেকে, যার অর্থ মানুষের দ্বারা চালিত বাহন।

আর সেই জিন রিকিশার শর্ট ফর্ম হল রিকশা। ইংরাজিতেও একে রিকশাই বলা হয়ে থাকে।