28 March, 2025

BY- Aajtak Bangla

TAXI-র ফুল ফর্ম কী? উত্তর ভাবতে ঘেমে নেয়ে স্নান

শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি দেখলেই মনটা কেমন নস্টালজিক হয়ে ওঠে। মনের মধ্যে জমা হয় কত পুরনো স্মৃতি।

ট্যাক্সি

অথচ ১০-১৫ বছর আগেও ক্যাবের এত রমরমা ছিল না, তখন পথেঘাটে চলাচল করার জন্য ট্যাক্সিই ভরসা।

ট্যাক্সিতে করে যাতায়াত

শহরের রাস্তায় হলুদ ট্যাক্সি মাঝে মধ্যেই নজরে পড়ে বইকি।

হলুদ ট্যাক্সি

তবে আজও ওলা-উবারের যুগেও ট্যাক্সির চাহিদা পুরোপুরি উঠে যায়নি। অনেকে আজও ট্যাক্সিতে চড়তে ভালোবাসেন।

ট্যাক্সির চাহিদা

ইংরাজি ভাষায় ট্যাক্সি শব্দটি আমাদের লোকমুখে ব্যবহৃত শব্দ হয়ে গিয়েছে। বিভিন্ন লেখা থেকে শুরু করে বইতেও ট্যাক্সি শব্দ পাওয়া যায়।

ট্যাক্সি শব্দ

কিন্তু অনেকেই ট্যাক্সির ফুল ফর্ম জানেন না। আসুন তাহলে জেনে নিই।

অজানা

ইংরাজিতে Taxi শব্দের একটি ইতিহাস রয়েছে। এই শব্দের উৎপত্তি হয়েছে জার্মান শব্দ Taxanom থেকে। Taxanom থেকে পরে এই শব্দ হয় taximeter।

TAXI-র ইতিহাস

তাই ট্যাক্সির ফুলফর্ম Taximeter ye Taxicab। যেটা ছোট করে বলা হয় Taxi।

TAXI-র ফুল ফর্ম