1 April, 2025
BY- Aajtak Bangla
ভারতে গণপরিবহনের গুরুত্বপূর্ণ অংশ ট্রেন। গত ২০০ বছর ধরে ভারতীয়দের জন্য সস্তার যান ট্রেন।
তবে অনেকেই জানেন না, TRAIN-এর ফুল ফর্ম কী?
'TRAIN' শব্দটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ 'trahiner' থেকে। এর অর্থ 'টান', যা ল্যাটিন শব্দ 'trahere' থেকে এসেছে।
TRAIN-এর প্রথম অক্ষর 'T' মানে- Tourist।
অক্ষর R- Railway
অক্ষর A- Association
শেষের দুটি অক্ষর IN মানে- Inc
TRAIN-Tourist Railway Association Inc
এছাড়া ভারতীয় রেলের সংস্থা IRCTC-র ফুল ফর্ম হল- Indian Railway Catering and Tourism Corporation
প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারি করেন কোটি কোটি ভারতীয়। দূরে ঘুরতে যাওয়া বা তীর্থভ্রমণেরও ট্রেনের জুড়ি মেলা ভার।