15th February, 2025
BY- Aajtak Bangla
মহিলাদের পোশাকের অন্যতম 'ব্রা', যা অন্তর্বাস বলে পরিচিত।
দৈনন্দিন জীবনে অন্তর্বাস ছাড়া মহিলাদের বাড়ির বাইরে যাওয়া একপ্রকার অসম্ভব।
মহিলাদের এই অন্তর্বাস বা ব্রা নিয়ে নানান ধরনের প্রশ্ন খোঁজা হয়ে থাকে গুগলে।
যার মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয় BRA-র ফুল ফর্ম।
অনেক মহিলারাই এর সঠিক উত্তর বলতে পারবেন না। আসুন তাহলে জেনে নিন এই BRA-র ফুল ফর্ম কী।
আট থেকে আশি সকলেই জানেন মহিলাদের অন্তর্বাস 'ব্রা'। আসলে শব্দটি ব্রেসিয়ার (Brassiere), 'ব্রা' তার সংক্ষিপ্ত রূপ।
ব্রেসিয়ার ফরাসি শব্দ থেকে এসেছে। ১৮৯৩ সালে এই শব্দটি প্রথম এক মার্কিন সংবাদপত্রে ব্যবহার করা হয়।
এরপর ধীরে ধীরে বিভিন্ন লাইফস্টাইল ম্যাগাজিনে এবং অন্যান্য পত্রপত্রিকায় শব্দটির বহুল ব্যবহার শুরু হয়।
কয়েক বছর পর অক্সফোর্ড অভিধানেও জায়গা করে নেয় শব্দটি।
তবে অতীতের তুলনায় ব্রা-র ডিজাইনে অনেক পরিবর্তন এসেছে।