BY- Aajtak Bangla

স্বামী-স্ত্রীর বয়সের ফারাক কত হলে চরম সুখ পাবেন? জানুন

18  May  2024

স্বামী এবং স্ত্রীর বয়সের ফারাক কত হলে পারফেক্ট হবে সম্পর্ক, সে নিয়ে নিরন্তর চর্চা চলতে থাকে।

সাধারণত অনেকেই মনে করেন, স্বামীর থেকে স্ত্রীদের বয়স কম হলেই সম্পর্কের ভিত মজবুত হয়।

তবে অনেক ক্ষেত্রে ঘর বাঁধার জন্য বয়সের এমন গণিত মানা হয় না। অনেক সময়ই দেখা যায়, স্ত্রীর বয়স স্বামীর থেকে বেশি। আবার স্বামীর বয়সের তুলনায় অনেকটাই ছোট স্ত্রী।

আসলে প্রেম এমন একটি ব্যাপার, যা বয়সের অঙ্ক মানে না। অর্থাৎ, প্রেম করার বা কাউকে ভালবেসে ঘর সংসার করার জন্য বয়স কোনও ফ্যাক্টর নয়। . .

বিশেষজ্ঞদের মতে, স্বামী-স্ত্রীর বয়সের একটা নির্দিষ্ট ফারাক থাকলে সুখী ঘর করা যায়। . .

আমাদের দেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স হল ১৮। এ এবং ছেলেদের ক্ষেত্রে নূন্যতম ২১।

অর্থাৎ, স্বামী-স্ত্রীর বয়সের ফারাক ৩ বছর হলে সুখে জীবন কাটবে।

বিশেষজ্ঞদের মতে, স্বামী-স্ত্রীর বয়সের মধ্যে নূন্যতম ফারাক থাকলে ঘনিষ্ঠ মুহূর্তও ভাল কাটে।

স্বামী-স্ত্রীর বয়সের ন্যূনতম ফারাক থাকলে সম্পর্কের রসায়ন গাঢ় হয়।