7th February, 2025

BY- Aajtak Bangla

স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কত হওয়া উচিত? অনেকেই জানেন না

ছেলে-মেয়ের বয়সের পার্থক্য কত হওয়া উচিত, তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে।

তবে, বিয়ের জন্য আদর্শ বয়স নির্ধারণ করা কঠিন। প্রত্যেকের জন্য আদর্শ বয়স আলাদা হতে পারে।

বয়সের পার্থক্য ৫-৭ বছর হলে তা আদর্শ বলে মনে করা হয়।

বয়সের এমন ব্যবধান থাকলে দম্পতিদের মধ্যে ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি কম হয়।

বয়সের এই ব্যবধানকে বিয়ের জন্য আদর্শ বলে মনে করা হয়। কারণ এতে একে অপরকে খুব কাছে থেকে বোঝা সম্ভব হয়।

১০ বছর বা তার বেশি বয়সের পার্থক্য থাকলে প্রেমিক দম্পতিরা সামাজিকভাবে অসন্তুষ্ট হন।

বিশ্বব্যাপী দম্পতিদের মধ্যে পুরুষেরা গড়ে তাঁর নারী সঙ্গীর তুলনায় ৪.২ বছরের বড়।

আফ্রিকা মহাদেশে এই পার্থক্য সর্বোচ্চ—৮.৬, আর উত্তর আমেরিকায় সর্বনিম্ন, ২. ২।

বিয়ের জন্য আদর্শ বয়স নির্ধারণের ক্ষেত্রে বিবেচনা করার বিষয়: ছেলেদের মানসিক এবং আর্থিক প্রস্তুতি।