ভিটামিন D পেতে দিনের কোন সময়ে রোদে বসা উচিত?

BY- Aajtak Bangla

14 January, 2025

ভিটামিন D শরীরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি হাড় ভাল রাখে। ব্রেন, পেশি ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

 সূর্যালোকে ত্বকের সংস্পর্শে এলে ভিটামিন ডি তৈরি হয়।

কিন্তু ভিটামিন ডি পেতে দিনের সঠিক সময়ে রোদে বসাটা গুরুত্বপূর্ণ।

রোদে বসার সঠিক সময়:   সকাল ৮টা থেকে ১০টা। 

জামাকাপড় পরে রোদ লাগালে লাভ হবে না। রোদ কিন্তু সরাসরি ত্বকে লাগাতে হবে। 

রোদে এভাবে অন্তত ১৫ মিনিট বসে থাকুন।

ভিটামিন D-এর অভাবের লক্ষণ:   হাড়ের ব্যথা, ক্লান্তি, আলস্য ভাব, পেশিতে যন্ত্রণা।  

ভিটামিন D-এর ঘাটতি কীভাবে পূরণ করবেন?   রোদে বসুন, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান। চিকিৎসকের পরামর্শ মতো সাপ্লিমেন্ট নিন।

শিশুদের জন্যও রোদে বসা জরুরি। এটি তাদের হাড় শক্ত করতে সাহায্য করে।