4 September, 2024

BY- Aajtak Bangla

1A, 2A থেকে 3A- ভারতীয় রেলে কোন ক্লাসে কী সুবিধা?

ভারতে ট্রেন লাইফলাইন। সস্তায় দূরের গন্তব্যে যাওয়া যায়।

ভারতীয় রেলে রয়েছে একাধিক শ্রেণি। সেই অনুযায়ী পড়ে ভাড়া।

চলুন জেনে নেওয়া যাক, কোন শ্রেণিতে কী সুবিধা আছে

1A ফার্স্ট ক্লাস- এসি টায়ার-১ সবচেয়ে বেশি ভাড়ার। 1A কোচের টিকিটের দাম বিমানের ভাড়ার সমান। কোচে ৮টি কেবিন। স্লিপার বার্থ চওড়া।

2A টু-টায়ার এসি- লেগরুম, পর্দা এবং পড়ার আলো থাকে। চারটি আসন এবং দুটি সাইড সিট থাকে। প্রতিটি আসনে থাকে পর্দা।

3A থ্রিটায়ার- আসনগুলি 2AC-এর মতোই সাজানো। কিন্তু জায়গা কম। বগিতে আটটি আসন রয়েছে। পুরনো ট্রেনে পড়ার জন্য আলোর সুবিধা নেই।

EC এক্সিকিউটিভ চেয়ার কার- এসি কোচ চেয়ার কার। আসনের মধ্যে অনেক ফাঁক থাকে। প্রতিটি সারিতে মোট ৪টি আসন রয়েছে। 

CC চেয়ার কার- এসি সিসি বা চেয়ার কার কোচও এসি সিটার কোচ। নন-এসি চেয়ার কারও রয়েছে যা এসির চেয়ে অনেক সস্তা।

SL স্লিপার ক্লাস- স্লিপার ক্লাস ভারতীয় রেলের সবচেয়ে সাধারণ নন-এসি কোচ। কোচে প্রায় ৭২টি আসন থাকে।

 2S সেকেন্ড সিটিং- সর্বনিম্ন শ্রেণির কোচ। যাত্রীদের জন্য আসন থাকে। একটি বার্থে ৩ জন যাত্রীর আসন।