10 January 2025
BY- Aajtak Bangla
সব বাঙালি বাড়িতেই দেখা যায় বটি। মাছ, সবজি-আনাজ কাটার জন্য বটির চল সবথেকে বেশি।
১০টা ছুরির সমান একটা বটি। যারা বটি দিয়ে সবজি কাটায় চোস্ত তারা কয়েক সেকেন্ডে গাদা গাদা সবজি কেটে ফেলতে পারেন।
বটি দিয়ে সবজি কাটা নিঁখুত হয়। সঙ্গে তাড়াতাড়িও হয়। বাড়িতে বটির ব্যবহার করছেন, এর ইংরেজিটা কি জানেন?
৯৯ শতাংশ বাঙালির বটির অর্থ জানা নেই। তাঁরা বটিকে বটিই বলেন।
ইংরেজিতে পিএইচডিদেরও বটির ইংরেজি অজানা।
বাংলার বাইরে গেলে বটি জিনিসটা কী তা বোঝাতে কালঘাম ছুটবে যদি এর ইংরেজি না জানেন।
তাই জেনে রাখুন, বটিকে ইংরেজিতে বলা হয় Iron Blade Vegetable Cutter with Wooden Board.
আবার যে বটি ফোল্ড করা যায়, তাকে বলা হয় Folding Iron Blade Vegetable Cutter with Wooden Board.
অনেকে আবার একে Big Fish Knife বলে।