1 Aug, 2024
BY- Aajtak Bangla
আমরা প্রায়ই চায়ের দোকানে বা ধাবাতে কাটিং চায়ের নাম শুনি।
আমাদের মনে এই প্রশ্ন জাগে যে কাটিং চা এবং সাধারণ চায়ের মধ্যে পার্থক্য কী?
কাটিং চা আসলে ঠিক কী?
আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে তাহলে জেনে নিন।
আসলে কাটিং চাও সাধারণ চা। কিন্তু কাটিং শব্দের অর্থ অর্ধেক।
অর্থাৎ, কেউ যদি বলে আমাকে কাটিং চা দাও তাহলে তার মানে আমাকে আধ কাপ চা দাও বলতে চাইছেন।
মুম্বই, দিল্লিতে আধ কাপ চাকে কাটিং চা বলা হয়।
কলকাতার ক্ষেত্রে কাটিং চা বলতে ছোট ভাঁড়ে চা বলা হয়।
বর্তমান সময়ে বড় বড় রেস্তরাঁ আধ কাপ চা না লিখে কাটিং চা লেখে।