BY- Aajtak Bangla
12th February, 2025
মুম্বইতে যারা গিয়েছেন তারা অনেকেই এই কাটিং চা শব্দটির সঙ্গে পরিচিত।
রাস্তার পাশের চায়ের দোকানগুলিতে গিয়ে সকলকেই বলতে শোনা যায় যে কাটিং চা দিন।
অনেক বলিউড তারকার মুখেও এই কাটিং চা শব্দটি শুনে থাকবেন।
কিন্তু এই কাটিং চা কথার আসল অর্থ কী? কেন বলা হয় কাটিং চা।
জেনে নিন এই কাটিং চা আসলে কী এবং কোথা থেকে এল।
কাটিং চা-এর অর্থ হল অর্ধের গ্লাস ভর্তি চা। অর্ধেকের থেকে একটু বেশি চা ভর্তি গ্লাসকেই কাটিং চা বলা হয়।
আসলে অনেকেই দিনে ২-৩ কাপ বা তার বেশি চা খেয়ে থাকে। সেটা স্বাস্থ্যের জন্য খারাপ।
কিন্তু কার্টিং অর্থাৎ আধা গ্লাস চা যদি খাওয়া হয় তাহলে গোটা দিনে ২-৩ কাপের বেশি যেমন খাওয়া হবে তেমনি পরিমাণটাও ঠিক থাকবে।
তবে এই কাটিং চা বেশিরভাগই মুম্বই ও তার আশপাশের মানুষরাই খেয়ে থাকেন।
কলকাতায় এক ভাঁড় চা ছাড়া মন কারোরই ভরে না। তবে এই এই শহরের ক্যাফেগুলোতে এই কাটিং চা কনসেপ্ট শুরু হয়েছে।