24 October, 2024

BY- Aajtak Bangla

v

বাংলায় সাইক্লোন 'দানা' নামের অর্থ কী? শিক্ষিতরাও জানেন না

আমফান থেকে রেমাল-  প্রতিবার ঘূর্ণিঝড়ের একটি নির্দিষ্ট নাম থাকে। এবার সাইক্লোনের নাম দানা।

দানা নামের অর্থ কী? কে এই নামটি দিল?

২০০৪ সালে ভারত মহাসাগর অঞ্চলে ঝড়ের নামকরণের জন্য একটি সমঝোতা হয়।

ভারত ছাড়া বাংলাদেশ,মলদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড ছিল সেই গোষ্ঠীতে।

২০১৯ সালে যুক্ত হয় ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি ও ইয়েমেন।

ঘূর্ণিঝড়ের নামের একটি তালিকা তৈরি করে ১৩টি দেশ। প্রতিটি দেশ নাম দেয়।

সেই ক্রম অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হলে তার নামকরণ হয়ে যায়।

সোমালিয়ায় যে ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল,তার নাম ছিল গতি। এটি দিয়েছিল ভারত। আমফান নাম দিয়েছিল থাইল্যান্ড।

এবার ঘূর্ণিঝড়ের নাম দানা দিয়েছে কাতার। এর ঠিকঠাক বাংলার তর্জমা- দানাহ্। 

আরবি ভাষায় দানা শব্দের অর্থ, 'সঠিক মাপের মূল্যবান ও সুন্দর মুক্তো'।