22 JANUARY 2025
BY- Aajtak Bangla
ঘুমের মধ্যে স্বপ্ন দেখার বিরাট গুরুত্ব রয়েছে৷ মানুষ ঘুমোলে তারা অবচেতনে চলে যায়। অনেক মনের কথা উঠে আসে স্বপ্নে। যা আমরা চাই কিংবা চাই না তাও অনেক সময় স্বপ্নে চলে আসে।
সকলেই আমরা কিছু না কিছু স্বপ্ন দেখি৷ কখনও মনে থাকে, কখনও আবার ভুলে যাই৷ কিছু স্বপ্ন একদম সত্যি মনে হয়, কিছু স্বপ্ন ভয় পাইয়ে দেয়।
এর মধ্যে একটি রয়েছে স্বপ্নে ঘনিষ্ঠতা বা সঙ্গম। এর পিছনে রয়েছে যুক্তি।
আবার অনেকে স্বপ্নে প্রাক্তনের সঙ্গে ঘনিষ্ঠতা দেখতে পান। এর অর্থই বা কী? জেনে রাখা জরুরি।
যদি স্বপ্নে অচেনা ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখেন ভয় পাবেন না। তবে দেখবেন স্বপ্নে দেখা মানুষটির ব্যক্তিত্ব কেমন৷ তিনি যদি আপনার থেকে দুর্বল ব্যক্তি হন তার মানে আপনার ব্যক্তিত্ব দুর্বল। আর পুরুষ বা মহিলা যদি শক্তিশালী হন তাহলে আপনার ব্যক্তিত্ব আপনার মতোই।
সমলিঙ্গের সঙ্গে ঘনিষ্ঠতা দেখলে বিচলিত হবেন না। হয়তো যে মানুষটিকে আপনি দেখেছেন তিনি হয়তো আপনার মন ছুঁয়ে গেছে।
প্রাক্তনের সঙ্গে শারীরিক মিলন দেখা খুবই স্বাভাবিক ব্যাপার৷ কারণ এক সময় হয়তো আপনারা স্বাবলীল ছিলেন। এ ধরনের স্বপ্নের অর্থ হতে পারে আপনি নতুন সঙ্গীর থেকে আশাবাদী৷ অবচেতন মনে সেই ভাবনা রয়েছে তাই স্বপ্নে আসছে৷