BY- Aajtak Bangla
19th September, 2024
আমরা মাঝে মাঝেই এমন কিছু বাক্য বলে বসি যার হয়ত সঠিক কোনও অর্থ আমরা জানি না।
কিন্তু সেটা আমাদের রোজকার ভাষার সঙ্গে প্রায় মিশে গিয়েছে।
কথা বলতে বলতে প্রবাদ-প্রবচন বলে থাকলেও তার সঠিক অর্থ কী তা ভেবে পাই না।
আনন্দে হোক বা দুঃখে, রাগে বা অভিমানে আমরা মাঝে মাঝেই এইসব প্রবাদগুলো বলে থাকি।
বাংলায় একাধিক প্রবাদ-প্রবচন রয়েছে, যার মধ্যে অন্যতম হল কচু পোড়া।
যেমন অনেকেই বলে থাকেন কচু পোড়া হয়েছে। কিন্তু এই কচু পোড়া কেন কী জন্য বলা হয় তা জানি না।
কচু দিয়ে অনেক পদ রাঁধা হলেও কচু পোড়া কখনও কেউ খেয়েছে বলে মনে পড়ছে না।
আসলে এই কচু পোড়া শব্দটির অর্থ হল অখাদ্য। তাই যখনই কোনও খারাপ কিছু হয় বা ঘটে তখন এই কচু পোড়া শব্দটি ব্যবহার করা হয়।