09 APRIL 2025

BY- Aajtak Bangla

লিপস্টিকের বাংলা কী? অনেক সুন্দরীদেরই অজানা

বেশিরভাগ মহিলাদেরই প্রসাধনী হিসেবে লিপস্টিক খুব প্রিয়। মুখের সৌন্দর্য বাড়ায় লিপস্টিক।

মহিলাদের প্রসাধনী

দৃষ্টি আকর্ষণের জন্যও লিপস্টিকে রাঙা ঠোঁট খুবই আকর্ষক।

আগেকার দিনে প্রসাধনীর তেমন চল ছিল না, তাই পান খেয়েই ঠোঁট রাঙানো হত।

আজকাল প্রসাধনীর বাজারে লিপস্টিকের রমরমা।

লিপস্টিক তো ঠোঁটে মাখেন, কেনেন। কিন্তু জানা আছে কি? লিপস্টিকের বাংলা কী?

চোট্ট টিপ আর হালকা লিপস্টিক লাগান। কিন্তু এত বহুল প্রচলিত লিপস্টিকের বাংলা আমরা অনেকেরই অজানা৷

যারা জানেন না, তারা জেনে নিন লিপস্টিকের বাংলা হল ওষ্ঠরঞ্জনী৷

ওষ্ঠরঞ্জনীর অর্থ হল অধর ও ওষ্ঠকে রাঙিয়ে তোলে যে জিনিস৷

তবে বাংলায় লিপস্টিক শব্দটি ব্যবহার করা হয় না। ইংরেজি শব্দটিই বাংলার শব্দ ভাণ্ডারে ঢুকে পড়েছে।