05 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

পেনের বাংলা তো কলম, PENCIL-এর বাংলা কী? জেনে নিন

সকলেই ছোট থেকে পেন্সিল-পেনে লিখেই বড় হয়েছেন।

বাংলায় পেনের অর্থ হল কলম সকলেই জানেন। কিন্তু পেন্সিলের বাংলা কী আমরা কেউ কোনওদিন জানার চেষ্টা করিনি কিংবা মনেও রাখিনি।

যে পেন্সিলের বাংলা না জানলে কিন্তু শিক্ষা অপূর্ণ থেকে যাবে।

আমরা চলতি ভাষায় কিছু সহজ শব্দ ইংরেজিতেই বলি। যেমন- কাপ, প্লেট, চেয়ার, টেবিল ইত্যাদি। 

তেমনই একটি শব্দ পেনসিল। এই শব্দগুলোর বাংলা কোনও প্রতিশব্দ ব্যবহার করা হয় না।

কারণ, বাংলায় এর মানে বেশ কঠিন, মনে রাখাও কঠিন। ইংরেজি তুলনামূলক সহজ।

তবে জেনে নিন, পেনসিলের বাংলা কী?

পেনসিলকে বাংলায় বলা বয় 'শিসযুক্ত লেখনী'। 

এবার জেনে গেলেন তো? কেউ জিজ্ঞেস করলেই এবার থেকে মনে রাখবেন কিন্তু।